বিধাতা নেই বলে
সোনার হরিণীরে
ছিঁড়ে খায় বাঘ,
গঙ্গাসাগর স্নানে
ভেসে যায় কিশোরী বউ।

বিধাতা নেই বলে
কালো পিচ পথে
লরির চাকায়
পিষে মরে অবোধ শিশু
বজ্রাঘাতে পড়ে থাকে মাঠে
সমাজ সেবী যুবক।

বিধাতা নেই বলে
কালাশনিকভের গরম বুলেটে
ঝাঁঝরা হয়ে মরে
হাজার পুষ্প প্রাণ,
নমাজ পড়ার কালে
ধার্মিক মৌলিরে
ছোঁ মেরে নিয়ে গেলো
সুন্দর বনের মানুষ খেকো।

বিধাতা নেই বলে
ক্যান্সারের বিষে জ্বলে
মারা গেলেন রামকৃষ্ণ,
ঝরে গেলেন অকালে
ঘাতক সেরিব্রালে
মহমতী বিবেকানন্দ।

বিধাতা নেই বলে
পতিগৃহে খুন হয়
অসহায় বধূ,
প্রতারক ব্যাপক বিলাসে
যাপন করে জীবন,
চড়ে প্লেন থাকে মহাসুখে।

বিধাতা নেই বলে
ধর্মের নামে চলে নরমেধ
আদিকাল হতে,
ভেজাল ওষুধ পথ্যে
কত মরে কত মারে,
বিধাতার অমোঘ হাতে
নিরাময় পায় না তো
আমার জনম দুখিনী মা।

তবু অন্ধ শ্রদ্ধা মরে কই প্রিয়ে!?