বিষণ্ণতা ঘিরে রয় চারিধার,
মনের আঁধার কোণে
কানাকানি করে বিপন্ন ভালোবাসা।
বসন্তের নির্জন বাতায়ণে
কেউ কি ডাকে,-
এসো এসো এসো,
শরীরের প্রতি রোম কূপে
নিবিড় হয়ে এসো।
না, না, প্রেম মরে পড়ে আছে
বিষমাখা যমুনার চরে,
গোলাপের রঙে
ফুল হয়ে ফুটে নেই কোথাও।
দূরে বেদনার অস্পষ্ট সুর ভাসে,-
জীবনের যতখানি
বাকি রয়ে গেছে,
নিমেষেই লীন হয়ে যাবে
কালের অনন্ত গহ্বরে।