নির্মম পাহাড় দীর্ণ করে
এখন আমি
সাগর উপকূলে,
হাওয়ায় ওড়ে চুল
বুকের ভেতর ভাঙে ঢেউ,
আমি কেবল
পাথর ভাঙার
শব্দ থাকি ভুলে-
জানতে পারে না কেউ।
পাষাণ পেলে
কঠোর আমি অতি,
প্রেমে কাতর নিবিড়
তুই আমাকে আঘাত
করিস কেন?
আয় দুজনে ডুবি
সাগর তলে,
খুঁজে আনি
হাজার মুক্ত তুলে।