শাল পিয়ালির নিবিড় আঁধারে
জোনাকি-জীবন মরে,
শোকের প্রলাপে গা ছমছম
স্বজন হারানো ঘরে।
পলাশের চেয়েও ঘন হয়ে আছে
চাপ চাপ দাগ রক্তের,
হু হু বাতাসে ওড়ে সন্ত্রাস
নষ্ট ভ্রষ্ট ভক্তের।
আমরাতো জানি হিংস্র হায়না
মন গড়া অজুহাতে,
নর ও নারীর প্রাণ কেড়ে খায়
সারা দিনমান রাতে।
শপথ করেছি পাবো নাতো ভয়
দুর্বৃত্তের ষড়যন্ত্রে,
বজ্র মুঠিতে রুখে দেবো আজ
মহাবিপ্লবী মন্ত্রে।