সূর্যকে ঢেকে
আঁধার এনেছে ডেকে
প্রকান্ড শকুনের ডানা,
শিশু অনাহারে
কাঁদে বারে বারে
সব কিছু সকলের জানা।
কালো বস্তির ছেলে
পড়ে আছে জেলে
বারুদের সাথে ছিল প্রেম,
বোকা বোকা বিশ্বাসে
ভুলেছিল আশ্বাসে
দেশ তার ছবি হীন ফ্রেম।
আলো ঝলোমলো
নেশা টলো মলো
ঐ দেখো শকুনের ঘর,
সারা দিন জাল বোনে
মুখোমুখি ফোনে ফোনে
চারপাশে পা চাটা চর।
হায়েনারা নখ দাঁতে
নিশ্চুপে ওঁত পাতে
ছিঁড়ে খাবে জীবন যাপন,
যে ভাবেই হোক
মরে মরুক লোক
ক্ষমতা যে সব চে আপন।


হাঁসফাঁস জীবনে      
কালো রাত ভুবনে
আর নয় আপোসের ডাক,
রক্তের কণায় কণায়
বারুদ কানায় কানায়
বিপ্লব দিয়ে যায় হাঁক।
নিষ্প্রাণ পাথরে
ধুয়ে মুছে আঁতরে
যজ্ঞের সে কী আয়োজন,
শত কোটি অসহায়
ধুঁকে ধুঁকে প্রাণ যায়
ধর্মের কী বা প্রয়োজন!
সব কিছু কেড়ে
উঠেছিস বেড়ে
বঙ্গ থেকে সুদূর ঘানা,
আজ বারুদের আগুনে
রোদ ঝরা ফাগুনে
পুঁতে দেবো শকুনের ডানা।