আকাশ অরণ্য মাটি,
হায় বিচ্ছেদ পরিপাটি।
শিশু নারী প্রেম স্তব্ধ,
বলাকার ডানা বিক্ষুব্ধ।
খোলা হাওয়া নেই এক বিন্দু ,
আছে জীব নেই শরদিন্দু।
চারিধার ক্ষুরধার মিথ্যে,
ফাঁদ পাতা কলুষিত চিত্তে।
কাঁটা তারে পৃথিবী যে খন্ড,
দিকে দিকে হতাশা প্রচন্ড।
আমরা কী ঠিকঠাক চলছি,
জানি না তো কেন এত জ্বলছি!