পাখি হও,
উড়ে যাও
সাত সাগরের পারে,
সাত রঙা ঝিলিমিলি দেশে।
শীত কবেই গেছে চলে,
চাদরে জড়াও কেন শরীর,
ক্যাকটাস পুড়ে পুড়ে ছাই,
তারারা এখন ধুলোয় ঢাকছে মুখ।
দেরি নয় আর,
সুতোয় টান পড়ে পড়ুক,
সময়ে ঠিক বাঁধন যাবে ছিঁড়ে,
প্রপিতামহের যুগ কবেই গেছে চলে।
পাখি হও,
উড়ে যাও
তন্বী গণিকার ঘরে,
তরুণ বোধ শিখে নিক প্রেম,
দেখে নিক
চোখের জলের
সাদা কালো ছবি।
পাখি হও,
উড়ে যাও
সাত রঙা ঝিলিমিলি দেশে,
আরো দেরি হলে-
তোমার কপাল পুড়বে
মরু সাহারার বুকে।