বসে আছি অলস বিকেলে।
পাখিরা উড়ে উড়ে
আঁকে কত ছবি
নীল ক্যানভাসে,
টুনটুনি মৌটুসি
ফুলে ফুলে পাতায় পাতায়
জীবনের সুখ মাখে
আর ছড়ায় বাতাসে।
কত কোলাহলে
রাস্তা দিয়ে হেঁটে যায়
রঙ বেরঙের মেয়ে,
কত রূপ কত ঢং
বিলিয়ে হাওয়ায়
কথা বলে যায়।
শালিকের ঠোঁট হয়ে
আকাশ রাঙালো,
কোকিলের গ্রীবা হয়ে
সন্ধ্যা ঘনালো।
চোখ ছুঁয়ে ভেসে আছে
লাস্যময়ী মেয়ে,
খেয়ে যায় হাজার চুমো
গরম শ্বাস-প্রশ্বাসে।
মশার উৎপাতে
কানা গলির ভ্যাঁপসা শিশিরে
শরৎ পচে পচে
কানের কাছে ভন ভন করে-
বিসমিল্লাহির রাহমানির রাহিম
কিংবা,
বলো হরি ,হরি বোল।
তাহলে,
বঙ্গ থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত
আমার মেরিলি মনরো
বসে আছে পথ চেয়ে,
তার কি হবে,
ধর্মাবতার?