এখন রাত্রি অনেক গভীর
বসুন্ধরা ঘুমিয়ে আছে
শীতল পাষাণ হয়ে
রোডলাইটে ঝলমলাচ্ছে
আমার বাড়ির উঠোন
শিউলি গাছের নীরব ছায়া
গড়ায় আমার দাওয়ায়
আমি কেবল তোমায় ভেবে ভেবে
চোখের পাতা বন্ধ করে আছি
তুমি তো আর বুঝতে পারো না যে
এক সমুদ্র তোমায় ভালোবেসে
ক্ষয়ে যাচ্ছে আকাশ প্রদীপখানি
বুকের ভেতর পলাশ লালে
ককিয়ে ওঠে অ- সুখ
কেমন করে বলি তোমায়
ভালোবাসার কথা ।

দ্বিতীয় তলার দখিন ঘরে
ঘুমিয়ে আছো একা
জানলা দিয়ে দেখছে তোমায়
লোলুপ পথের আলো
আমার কথা ভাবতে তোমার মানা
আমার খালি একপেশে প্রেম
গুমরে মরে কেঁদে
শুধু কবিতা ডট কমে।