রেলগাড়িতে চলছি
এখন রোজ,
দেখছি সবাই
ফোনের মধ্যে বুঁদ,
কেউ নেয় না খোঁজ।
ডাইনে বাঁয়ে হাজার
কষ্ট কত,
সব্বার তবু
ফোন স্ক্রিনে চোখ,
অবাক হয়ে
মরছে অবিরত।
ফোনের ঘোরেই
শিশু কিশোর বুড়ো,
হাজার ভিড়েও
একলা হয়ে মরে,
জাগছে দ্রুত
মরণ দ্বীপের চুড়ো।
কেউ রাখে না
সুখ দু:খের খবর,
চোখ ফুটিয়ে
ফুটেজ দেখে,
পাড়াপড়শি কেবল
খোড়ে নিজের কবর।
পাশাপাশি হাজার
লোকের বাস,
তবু
যে যার মতো
ইউ টিউবেই খুশি,
বসে সকল
হাজার জিন্দা লাশ।।


# রচনা কাল: ২৮/১১/২০১৯
প্রকাশ কাল:- ০৯/১২/২০১৯