একাকী কিছুক্ষণ,  
করিয়া নিজের দুঃখ-শোকের কথা চিন্তন
আর বুকের মাঝে হওয়া রক্তক্ষরণ
করিলাম ঠিক, করিব আত্মহনন ।


যেই ভাবনা
সেই কাজ,
যে করেই হোক, করিব আত্মহনন আজ,
করিতে করিতে চিন্তন
কি করিয়া করিব আত্মহনন
কাটিল আরো কিছুক্ষণ ।  


গেলাম রাস্তায়
দিব প্রাণ বাসের নিচে পড়ে
এই যাত্রায়,  
হইল না আত্মহনন  
পেরিয়ে গভীর কানন,  
গেলাম রেলে
এইবার প্রাণ দিব ট্রেন এলে,
করিল ট্রেন  দের-ই
বাঁচিল প্রাণ আমার ফের
হইল না আত্মহনন ।


আবার বসিয়া করিতে লাগিলাম চিন্তন,  
যেই প্রাণ
করিতে যাচ্ছি হনন
তাও-তো আমার নয়, অন্যর দান ।


সেই সময় খুঁজিয়া পাইলাম এক অমূল্য ধন,
বুঝিতে পারিলাম, কি করিয়া শুরু করিব এই জীবন
ভাসিয়া উঠিল তাহার মুখ
আনন্দে ভরিয়া গেল মন
দুঃখ ও মনে হইতে লাগিল সুখ,
হইল না আত্মহনন ।