সদ্য ফুটা বেলি ফুল
রূপে, গুনে, গন্ধে সে অনন্যা
সবাই তাতে আকুল,
কিন্তু, মা তার, বেকুল বিবাহের জন্যে ।।


ভ্রমর হইল ঘটক
আনি-লো পাত্র হাজার-শতক,
অঞ্জন, কদম, ডালিয়া আকন্দ
শেষে মায়ের, পছন্দ হইল বকুল
উঁচু বংশ, বনেদি ঘর
বয়স হলই বা কত, বাবা বললে হেসে
একটু শিখুক-পড়ুক
তারপর না হয় বিয়ে দিব শেষে,
মা বললে এ ঘর যাবে না ছাড়া
শিখে পড়ে হবে কি-সে
সেই তো যাবে পরের ঘড়ে, অবশেষে ।।


যেই কথা, সেই হল কাজ
চারিদিক সাজিল বিবাহের সাজ,
বেলির সাথে বকুলের বিয়ে
হাজার রেণু পণ, দিয়ে
বেলির বাবা যোগাড় করিল তা ঋণে ।।


তবুও তার মেয়ের হইল না সুখ
নিত্য দিনের যন্ত্রনায়, বেলির হইল অসুখ
অকালেই গেল সে ঝরে
এমনি করে এই-যুগেও কত মেয়ে মরে ।।