.
আমি তো আছি আমার মত
তুমিও আছ তোমার মত,  
তারাও আছে, আমরাও আছি
সম্পর্ক আছে, বাধন আছে
আছে, ছিল স্মৃতি যত ।
.
আমিও থাকবো আমার মত
তুমিও তোমার মত,  
থাকবে স্মৃতি ছিল যত,  
থাকবে শূন্যতা
থাকবে পূর্ণতা ।
.
শুধু তোমার প্রয়োজনে থাকব না আমি  
আমার প্রয়োজনে থাকবে না তুমি,  
তুমি হবে আমার শূন্যতা
আমি তোমার শূন্যতা,
তারা হবে মিথ্যা পূর্ণতা ।
.
সব থাকবে যেমন ছিল
ভালবাসা-ঘৃণা, মিল অমিল,
হাসি থাকবে, বেদনা থাকবে, থাকবে সুখের ছল
স্বপ্ন থাকবে, থাকবে চোখের জল ।
.  
আর থাকবে একটা দেয়াল,  
যে দেয়ালে, বারে বারে
ধাক্কা খেয়ে আসে ফিরে আমার শত খেয়াল
কিংবা তোমার হাজার খেয়াল ।
.
সবশেষে হারিয়ে যাবে আমার তোমার খেয়াল
হারিয়ে যাবে অদৃশ্য দেয়াল,
থাকবে শুধু, যেমন ছিল আমার তোমার স্মৃতি গুল ।