নয় মাস পরে, মাতৃগর্ভ ছেড়ে, তুমি করেছ জন্মগ্রহণ
শুনিয়া তোমার কান্নার ধ্বনি, সবাই আনন্দ করেছে হেসে
পরে গিয়ে বারে-বারে, হোঁচট খেয়ে, তুমি হটা শিখলে শেষে,
কাটিল সময়, করিয়া শেষ মাতৃ শিক্ষা, করিলে বিদ্যালয় গমন।
করিয়া শেষ বিদ্যা গ্রহণ, করিলে তুমি টাকা উপার্জন
তোমার হইল টাকা, ঘুরিয়া বেরাও তাই দেশে-বিদেশে
হাসি কান্নায় দিন বয়ে যায়, তুমিও হইলে পিতা যৌবনে এসে,
বৃদ্ধ হলে তুমি, পিতা-মাতা হল গত, করিয়া দিলে সম্পদ বণ্টন।।


জীবন চায়, শুধু একটু ভালবাসার আবদার
এই সময়ে এমন বার-বার, যেতে চায় কৈশোরে ফিরে
অর্থ-বিত্ত ছাড়ি, ধর্ম করি, ধর্মের লাগি দেই দুর দেশ পাড়ি,
জানে এ মন যা হারিয়েছে, তা হারিয়েছে, নয় ফিরে পাবার
মনে ঘুরে চিন্তা সারাক্ষণ, এই দুনিয়া যেতে হবে ছেড়ে
হয় জীবনের অবসান, সাড়ে-তিন হাত জমিই হয় বাড়ি।।