মোর দ্বার গুল সব রইল খোলা
ওগো, তোমার হয়নি-কো বেলা,
দ্বারের পাশে, বসে আছি আমি একা
যদি, এই বেলাতে দাও গো দেখা,  
মোর নয়ন জুড়ায়,  
মোর পরাণে লাগে গো দোলা,
তোমার ছোঁয়ায়,  
মোর ইচ্ছা গুল সব, করে কলরব
লুটাইয়া পড়ে তোমার ও চরণ তলায় ।


হে দেখা দাও, দাও হে দেখা
তোমায় দেখে মোর নয়ন জুড়াক,  
ঘুচুক, সুখ ও দুখের রেখা,  
মোর স্বপ্ন গুল সব পাল উড়াক,
শেষে, লুটাইয়া পড়ুক তোমার চরণ তলায়।  
দেখা দাও মোরে, এই শেষ বেলায়।


যদি নাই বা দিবে দেখা
তবুও, দ্বার গুল সব রইল খোলা,  
শেষ বেলা না হয়, কাটাইব হেলায়,  
ভাসিয়া তোমার স্বপ্ন ভেলায় ।