একদা বন্ধু যুগলে
দাঁড়াইয়া ছিলাম এক দোকান সমীপে,
হঠাৎ কোথা হইতে আসিয়া এক ভিক্ষুক
করিয়া হাত জোড় বলিলে,
" তোমাদের উপর শান্তি নামিয়া আসুক
কর মোরে দান যাবে না বিফলে।। "


আমি আর বন্ধু তাকাইয়া পরস্পরে
কহিলাম তাহারে,
" কর মাফ আমাদিগরে
তোমারে না করিতে পারি দান এক কড়ি।। "


শুনিয়া ভিক্ষুক ঈষৎ হাসিয়া কহিল,
" করিও না দান যদি না কর
তবে মাফি কেন মাঙ্গ বাপ,
করিতে পারিব না মাফ,
যদি দান কর কড়ি
তবে খাব পেট ভরি,
নাইলে রাখিব জ্বালাইয়া ক্ষুধার উত্তাপ।। "


সেই কথা যেন মোর হৃদয়ে বিঁধিল হইয়া শূল
যখনি মনে পরে সেই কথা, এখনো হই ব্যথায় আকুল ,
খালি বারে-বারে বলিতে ইচ্ছা করে
ওহে মাফ কর মোরে ।।