জীবনের প্রথম বৈশাখ খুব কঠিন
কঠিন ! ঠিক যেমন কালবৈশাখীর বিকালে
একটা সিগারেট আর এক কাপ চা!
স্বপ্নকে ভাঁজ করে রাখা একটা ফাইল,
"অপ্রয়োজনীয়" কিন্তু দামি কিছু কাগজ!
নিয়ে চলা ফেরা রাস্তাটায় ধুলো জমে..
বয়স বাড়ে সমুদ্রের ঢেউয়ের তালে,
বেড়ে চলে হতাশার স্তুপ গোপনে।
চোখের কোনে কালো মেঘ জমে,
কিন্তু কাঁদতে বারণ!
কান্না পৌরষত্বের গরিমাই আঘাত হানে।
প্রিয় মানুষটিকে বিদায় জানাতে হয়,
হয়তো না চাইতেও উন্মত্ত নদী বাঁধ ভাঙে।
ইতিহাস পুরুষকে হৃদয়হীন করেছে
কিন্তু সেই ইতিহাসই সাক্ষী…
একজন পুরুষের কান্না অনেক বেশি শীতল
পুরুষতন্ত্রের ভেরিকাঠে কেউ যদি বলি হয়ে থাকে
তা শুধুমাত্র পুরুষই,অন্য কেউ নয়।
ফের ঘুরে দাঁড়িয়ে চলতে থাকা
দায়িত্বের ভারে ঝুকে পরা, ফের চলা..
পুরুষ কখনো সেটা পাইনা যেটা সে চাই,
পুরুষকে সেটা নিয়েই চলতে হয়;
যেটা এই নির্মম সমাজ তার জন্য ধার্য করে।
স্বার্থ ছাড়া একজন পুরুষকে কে ভালোবেসেছে?
কবে ভালোবেসেছে?উত্তরের পাতাটা অপূর্ণই থাক।।