আমি তোমারে খুঁজেছি
        আপন হৃদয়ে ,
ফেলে আসা স্মৃতিপটে।
আমি তোমারে দেখেছি
            আপন প্রনয়ে,
গড়ে আসা বালুতটে।


আমি তোমার সঙ্গে
      কাটাতে চেয়েছি,
জীবনের শেষ শ্বাস ।
আমি তোমার রঙ্গে
       খুঁজিয়া পেয়েছি ,
বাঁচার প্রথম আশ।


আমি তোমার সাথে
      পাড়ি দিতে চাই,
আকাশের দূর নীলে।
আমি প্রত্যহ রাতে
         তোমাকে যে পাই,
স্বপ্নের মুশকিলে।


আমি তোমার নয়নে
       খুঁজে নিই ভালে,
আমারও যাবারও পথ।
আমি তোমার পরানে
         বাঁচি অবহেলে,
ছুটিয়া জীবনরথ।


আমি তোমার তনুতে
        পেয়েছি যে চুপে,
প্রকৃতির শত সাজ।
তুমি আমার ভূমিতে
        বিনোদিনী রূপে ,
ঘুচিয়াছ মোর লাজ।


আমি তোমারে যে হেরি
          বসন্ত বিকালে,
কোকিলের কুহু স্বরে।
আমি তোমারে হাতারি
           মন মায়াজালে,
লুকায়িত কেনো ডরে।


আমি তোমার নয়নে
      আমার হৃদয়,
হারায়েছি বহু আগে ।
আমি তোমার পরানে
        খুঁজেছি আলয়,
জীবন অস্তরাগে।


আমি দূর নীলিমায়
       পেয়েছি সহসা ,
জীবনের মূল সুর।
আমি তোমার আশায়
            খুঁজি ভালোবাসা,
আপন জীবন হূর।


আজ আমার কলম
           তোমার পরশে,
চঞ্চল হয়ে ওঠে ।
আজ আমার শরম
           হৃদয় তরাসে,
লজ্জিত দুটি ঠোঁটে ।


আমি তোমার আশায়
         দিন গুনে যায়,
দূর তারাদের সাথে।
হয়তো, এভাবেই হায়!
           লইব বিদায় ,
স্মৃতি হয়ে রব রাতে।।