হেমন্তের মেঘ বলে কথা,
হৃদয় ছুঁয়ে ভালোবেসে শেষে-
আকাশের ডানায় লুকোনো তীব্র ব্যাথা।
সাম্য গতিতে ছুটবে মহাকাল বিষনীল তীব্র ঘন,
ধূসর রঙে রাঙা আকাশে-
এ আমার দুপুর অলস যথা তথা।
ভালোবেসে অস্থির প্রকৃতিও মন।
মনে রেখো নিয়েছি টেনে নিঃশ্বাসেও সীমাহীন কষ্ট।
মেঘলা দুপুরের সবুজে গড়া চোখে-
মানবিক নকশীকাঁথা।