অন্তর দেখেছো... অন্তরের তীক্ষ্ণ ফলা দেখনি।
ধারালো তীক্ষ্ণ অবাক করা ফলা।
যে চোখের ভাষায় আগুন জ্বলে-
জ্বালাও আগুন মায়ের জঠরে-
তার ক্রোধে ফুলের পাপড়িও ঝরে পড়ে।
আরেকবার,আবারো...বারবার আগুনে পুড়াও-
অগ্নিশিখার শপথ ছাড়া যাবেনা রক্তের দামের আঁচর।
ভুলে যেতে চাই ছাইপাশ-বারবার ভুলের চোখে কেন গরল চাপিস!