তুমি রংতুলি দিয়ে আঁকতে থাকো আমায়,
আর আমি তোমাকে পরাবো জলের টিপ।
তার আগে তোমার চুলের ইশারায় হাবুডুবু খাব-
কিঞ্চিত না দেখায়।
তোমার চোখ যেন আমার মোচর না ভুলে-
এটা মনে রেখো দিমিত্রি।
আমি চুপ টুপ করে পরিয়ে দেবো একটি ফোটা।
কখনো না ভুলার মতো তোমাকে সাজাবো-
পারস্য কোন রমণীর মতো করে।
বিস্মিত করেও ভুলে যেওনা-
এ যে আমার চোখের জলবিন্দু।
জলের টিপটা তুমি ধরে রাখতে পারবে তো?