যেখানে স্বপ্ন সিঁদুর সেখানে বোনা বিষের বিধুর-
মমতায় আঁকা যে রক্ত রেখা-
সেখানে হাজার বৃত্ত আঁকা।
মাটির অতলে মাটি-
লক্ষ-কোটি জলকেকা।
কেটে গেছে রাত মধুর স্বপ্নের মাঝে-
ফলেছে কিছু সোনা নয় তো কিছুই-
পুরোটাই গোনা।
কতো রক্ত গুনলে গড়ে সোনার প্রাসাদ-
ভালোলাগা ভালোবাসায় শেখা-
ছায়ার কুণ্ডলীতে দেখা ভিন্ন ভিন্ন রঙের জল্পাথর-
কপালে লেখা।
ভাষা অভিন্ন বাংলার সত্যি শীষের দেখা-
আনন্দের বন্যা যে রক্ত গঙ্গায় ভাসা-
স্পন্দন ছুঁয়ে বলা ঈশ্বরও ধ্রুব-
সত্যি সাথে আকাশে ভাসে মিশে থাকা চন্দ্র শেখর বাঁকা।
লোনা সমুদ্র তবে শেষে এসে কাঁদে-
হাসে শুধু এতই মানবীনি ঢাকা-
ঢাকা ভস্মের পাখায়-
নতুন দেশের প্রেক্ষা-
বুকের গভীরে যাঁদের লুকোনো সেখানে-
বাতাসের বাণে ন্যাকা।
শেষের শুরুতে তাও হলনা শেষ-
আরও নতুনের উড়াউড়ি বাঁকি-
সব পথ এসে গেলো মিশে-
প্রতিমা বেশে-
এক নতুন দেশে।
বাংলাদেশের কাশবনে আঁকা।


(উৎসর্গ- স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণ মহোদয়কে)