যে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা-
তাতে যে ওরা কালিমা দিয়ে গড়েছে বিক্ষত কলঙ্ক।
হত্যা করতে পারে যারা জাতির জনককে-
তাদের তো বলার কিছুই নেই।
তারা এমনি পিশাচ।
ওদের রক্ত চক্ষু বিনাশে ভরা বিদীর্ণ হিম নীলে।
যাদের বন্ধনে গড়া এক কোণের দ্রাঘিমা-
তারা নিজেরাও কলঙ্কিত।
তারা জেনে শুনেই বাংলার ইতিহাসের কালো অধ্যায়ে-
খুড়িয়ে পথ চলছে এখন।
জাতি দেখে, জাতি বুঝে, আরও বুঝুক জাতি।
সময় কথা বলে দেদীপ্যমান স্বরে।
যে স্বরে এসেছিল জীবনের চেয়েও বেশি দামে স্বাধীনতা।
আর, ওরা যে জাতীয় পতাকারও মূল্য বুঝেনা।
দেয়না মূল্য জাতীয় সঙ্গীতের।
বাংলার মানুষ ভয় পায়না ওদের।
বুঝতে শিখুক সমগ্র জাতি-
ওরা কতটা বিষাক্ত হয়ে পেছন থেকে গুলি ছুঁড়ে।