কতো মহাকাল স্বপ্ন দেখেছে কতো রাখি যাত্রার-
রাত্রি দিন মাঝে বিবরন সিদ্ধ স্লোকে।
রাত বিভোর মোড়কে মোড়কে-
আকাশ জানে।
কতো ভাঁজ বিভাজনে মনের আড়াল অগোচরে নিবিড়-
অবগুণ্ঠনে শিশির নির্লিপ্ত চোখের কাজল টানে।
উদার আকাশ জানে।