এক শুন্য পৃথিবীর পরে বেঁচে থাকার কি মানে আছে?  
পৃথিবী এক যুদ্ধক্ষেত্র প্রতি মুহূর্তের বেঁচে থাকায়।
অবহেলা স্বরূপে বিদ্ধ মনের পলল বাঁকে।
তাও বেঁচে আছি আমার পৃথিবীর পাড়ে।
এক খেয়ার পাড়ে...
ডিঙ্গি নিয়ে ঘিরে কে যেন হাসছে।
আমার খেয়া কখন যে আসবে...
জানা নেই।
হয়তোবা জেনেও বিস্মিত হবো আমি!
এমন জেনে থাকার পরেও,
শত দুর্বিপাকেও এই খেয়াঘাটেই ঠায় দাঁড়িয়ে আছি,
শুন্য দু’হাতে মনের নীরবে কিছু পাপড়ি বিছিয়ে।