(বঙ্গবন্ধু তনয় শহীদ শেখ রাসেলকে নিয়ে লেখা)


তুমি এসেছিলে পৃথিবীতে জাগরিত হতে।
কিন্তু ওরা দেখেছিল ওদের সর্বনাশ।
তোমার নিঃশ্বাস মেপে দেখেছিল ওরা।
পারেনি রাখতে ওরা ক্রোধের প্রকোপ।
কেউ কি বলেছে ফিরে আজো তুমি নেই?
তোমার সৈকতে ওরা মাড়িয়েছিল বিষের বিষাদ।
তারা তো সব জানে.........
লাশের গন্ধে এখনো ওরা কুপোকাত।
ওদের বেয়নেটে তোমার ছিন্নভিন্ন বুকের আর্তনাদ।
এখনো বাতাসে ভাসে ম্লান অবনত চোখে।
ওরা সব জেনেও সব পারে!
অমানবিকতার কোন বিচারে ওদের বিচার হবে?
ওদের স্লোগান আর ভাষার মাঝেও যে কেন যেন-
বর্তমানেও খুঁজে পাই ধ্বংসের বিভীষিকা।
মানুষ সব জানে; ওদের অগ্নিচোখ কতো ভয়াবহ।
তার পরেও কেন কিছু আংশিক সমর্থন?
বুঝতে না পেরে মনন ভীষণ চটে।
কোন পটে-আঁকা কোন পটে?