যতবার পারো ততবার আমার রক্তে আমাকে ভিজিয়ে-
কি লাভ পংক্তি সাজিয়ে?
নিন্দার ঝড় আমি সইতে পারি-
তুফানের প্রকোপে আমি ভাসতে জানি,
জানি একবার মরে দেখিয়ে দিতে-
আমি মৃত্যুহীন-
তোমাদেরই একজনা।
প্রতিবাদের ঝড়ে আমার-ফসকে দিলে তোমরাই-
দু’এক কনা।
আমার বুকের প্রতি অন্তরে অসহ্য যন্ত্রণা।
আমি চাই শান্তি-
আর তোমরা ঝাঁপ দিয়ে জাপটে ধরে-
আমাকে কর অবিশ্রান্ত অশান্ত।
আমার বুকের প্রতি অন্তরে তাই এ কারনে-
অসহ্য যন্ত্রণা।