মেঘের দেবতা বারুদ ঢেলেছে,
অসুর লুকিয়েছে মেঘে।
দারুন খেপাটে লুকোনো বাতাস,
ভীম হাসি মাখে গায়ে।
জানায় খুঁজে সপাটে সহাস্যে লোপাটে বৃষ্টি সজাগ।
মেঘের কপালে দেবতা টানে-
এঁকে সূর্য প্রভাস।
অসুরের ঘামে বেহাল ভেজে-
মেঘে আঁকা ভীষন দুপুর।
চকিত বিলাপে প্রলাপ বাকি-
প্রাণে নীল ডুবে হয়ে কর্পূর, যেন গিলে বিষের টাপুর।
অসুর দৌড় খুঁজে নীলাম্বরী সাগরের গভীরে।
মেঘে লেগে যায় হুড়োহুড়ি অসুর বধের রণে।
ধুম ঝড়ে লাগে কাঁপন-
ধুলো বেভুলো বাতাসে।
চাকায় চলিত দুমড়ে বাতাস আছড়ে বজ্রে জলে।
অসুরের সমাধি নীলের নাচনে-
মেঘদূত সাহসে দেবতার শীলে।
চোখে ঘুম নিয়ে নাচে তাও বাতাস-
প্রগাঢ় আকাশ ঘিরে।
লোপাটের বৃষ্টি বজ্র হয়ে একী-
শেষে অসুর পিন্ড গিলে!