ফেব্রুয়ারী, তোমার খামের জানালায় পেতে রাখে কেউ-
চোদ্দ শব্দের ভেতর লেখা চোদ্দ তারিখের বাতাসে মোড়া অবাক কিছু-
লাজভাঙ্গা ডোরাকাটা মোহময় তারার চুড়ি।
কিছু ধুমকেতুর নোলক-
আর সাথে ঝিরিঝিরি হিমেল পাতার উড়াউড়ি।
এতো বিক্ষত আবেগের প্রশ্রয়ে লজ্জিতও শিহরণ-
কিছু পাশের মান ভাঙে ঘুমকাতুরে দুপুর বিরামে,
চেয়ো কিছুক্ষণ মরণ-
তুমি চোখ খুলে তাকিয়ে-
এ যে স্মরণ।
লজ্জিতও সহমরণ-
কিছু অজানায় বিছুটি শিহরণ।
ভালোবাসি বলতে যে ভালোবাসা ঠোঁটে টোকাটুকি করে-
জমাট বাঁধে চোখে কিছু দমবাধা মনের ফুল-
কিছু সমাপ্ত ভুল-
আর তুমি যদি পাশে রাখ কিছু শুঁকনো হাসি-
আমার নিটোল-
তুমি আমার নিটোল।