যত বয়ে দেবে স্রোত অজানায় ঠেলে ততো হাসবো-
ভেবে মিষ্টি রোদ উঠছে এ সোনালি সকালে।
ভাবতে ভাবতেই তো একদিন তুমি আমি যাবো ঘুমিয়ে।
চিরকালের ছিন্ন সলাজ বুজে থেকে দেখবনা আধার-
তুমি দেখে নিও আমার দিব্যি-
যা বলেছিলাম সেই যে উড়ন্ত চিঠিতে।
তরুর ঠোঁটে বুনে নিঃশ্বাসে ভিজিয়ে দারুন ছেঁড়াদ্বীপে।


(উৎসর্গ- বন্ধু পালকীকে)