রাত্রি প্রহরে যে নিরবতা থাকে, তাতে যে চাঁদেরও কলঙ্ক থাকে।
বুঝি বহুদূর থেকে কিংবা কাছ থেকে ভেসে আশা প্রাণের প্রলাপ-
মুগ্ধ করে; জীবনের জয়গানে মাতোয়ারা করে।
মনের ভীষণ লোপে মৃত্যু যদি কালিমায় ঠাঁসা থাকে-
তার নীলিমায় স্নিগ্ধ সকালও মুচকি হাসে; ব্যাঙ্গ করে।
যদি ভোরের আলো না মাখে দুচোখ-
আমার প্রাণের পরে কিছু পাপড়ি জলে ভাসে।
কাছে মিশে দূরে যাওয়া কেন-মন বলে কথা,
কিছু অমলিন আচ্ছন্ন সন্ধ্যে শকুন খুঁজে লাশে।