স্তব্ধ সময়ের মননে শীতল নোঙ্গর পাতে কিছু নিশীথ।
যে মননে এক সময় সমতরল ছাড়া কিছুই ছিলনা-
সে মননে এখন বিচ্ছিন্ন অবকাশে স্থিমিত নীরবতা।
জীবন যে কখন কোন পথে যায়-
তার কোন ইয়ত্তা নেই।
জীবনের মানে বের করা যে খুব কঠিন কিছু।
যাদের দু’বেলা অন্ন জোটেনা-
তাদেরও সুন্দর ছায়ায় বেঁচে থাকতে ইচ্ছে করে।
বেঁচে থাকাটাই যে সবচেয়ে বড় সত্যি।
বাঁচার সাধ কে না নিতে চায় প্রগাঢ় হয়ে।
বাঁচার সাধ গভীর রাতের শীতলতার মতো।