বৃত্তের বাইরে পৃথিবীর অংকুরে ঝাপসা তিথি !
সময় তীর্থ অনুভবে অদৃশ্য অকল্পনীয় চোখে-
স্নিগ্ধতায় মোড়ানো বিষাদ পলকে অনমনীয় মোহনীয়তায় বিদ্ধ বাঁকে ।
ছায়াবৃত্ত থমকে দাঁড়ায়...
ভিন্নমাত্রার রোদেলা হাসির মোড়কে-
অনভিপ্রেত তিক্ত ঠোঁটে ক্রূর অনিমেষ বাঁকা চোখে ।
দু’হাত জোর করে থাকা অন্য চোখের আকাশ প্লাবিত ।
নোনাজল দৃষ্টির সীমানাতে থাকা মুখে চেয়ে থেকে...
ঝরে পড়ে টিপটিপ করে ক্ষণিকে ।
এ এক অবিনাশী মুহূর্ত ।
অন্ধ মনের খোলা চোখে ব্যাপ্তি প্রথম আকাশ,
ক্রুদ্ধ ক্ষুব্ধ হৃদয়ের সঞ্চালনে স্তব্ধ আঘাতে...
সময় হারায় জোনাকির আলো, মৃদু হাসি, আর...
দু’হাত বাড়িয়ে থাকা অবকাশ ।
পৃথ্বীর মায়াবী খোলা চুলে দখিনা বাতাসের খেলা !
সুরের বিমোহিত আলোড়নে যে শব্দমালা পেছন ঘিরে-
ভালোলাগার স্রোতে ভাসায় মনের প্রতিক্ষণ ...
তার কি কোন মূল্য আছে ?
ইচ্ছেমেঘ শান্ত সমুদ্র সৈকতে...
হেঁটে যাওয়া যুগলের পায়ের ছাপে ঝরে বৃষ্টি হয়ে আঘাতে।
মুছে যাওয়া একাত্ম পদচিহ্নের স্মৃতির অভিমানে...
সমুদ্র জল বলে সৈকতে আর যাবনা!




- মৃত্তিকার মিম্বর