গুনে ভুলে যাওয়া বিদিতা-দিন,
কিছু সাদাকালো কিছুটা রঙ্গীন।
ঢেউয়ের মানে তো ঢেউ জানে,
ছুটোছুটি মেঘের ত্রিনাদ আকাশের টানে।
পাড়ের খেয়ালে ঢেউ হাসেনা..
কাঁদেনা মেঘের কুমার পৃথিবীর প্রাণে,
রিক্ত হতে সিক্ত দু’ফোঁটায় ভুলে-
কিছু মানে কিছু অভিমানে।
দূরে বহুদূরে পাড়ের পরে পাড়-
আকাশ বাইতে জানে।
মাঝির প্রেষণে জল কাঁপে ঢের,
ওপাড় কেন কাছে টানে?
কল্পনা বৃত্তে বন্দী নাকি!
নাকি তৃষিতা লাজে-
ভুলমনে প্রিয় ডাকাডাকি?
মনের মনিহার প্রতাপে খুব,
দেখুক না মন ছুঁয়ে-
ছায়ার দারুণে একটু ভাসুক!
রোদের গানে গানে।