নিরব প্রার্থনা
                 পূরব ব্যানার্জী


হে বিশ্ববিধাতা আজি তব চরণপদ্মে-
মোর আকূত নিবেদন প্রভু।  
যতদিন রব মোর কর্মে কারো যেন,
না ঝরে অশ্রু, না পাই আঘাত কভু।।
মোর বানী যেন কোনো হৃদয় না করে দীর্ণ,
মোর কারনে যেন না হয় কেহ দুখি -
মোর আশিষ যদি না পারে করিতে ভালো,
মোর প্রার্থনায় যেন করো তাদের সুখি।।
যদি চলার সময় জীবনের পথে কভু,
মোর প্রাপ্তি কাহারো হানি করে কোনো ভাবে,
তুমি মোর কথা না ভেবে ওগো দয়াময়,
তাদের প্রাপ্তি দিয়ো, মোরে রেখো না হয় অভাবে।।
যবে তোমারই দরবারে নির্ভৃত্তে মোর পুজার সময়,
মোর কামনায় অজ্ঞাতে মম কাঁটা কারো পথে পড়ে।
তুমি অঞ্জলি মোর নিও প্রভু তোমার চরন তলে -
নিরবে মোর ভ্রান্তি শুধু তুমি দিও সচেতন করে।।
মোর অন্তরে যাহা দলদল রুপে বিষ রয়েছে জমে,
তব দারুন অগ্নি দহনে তারে দিও গো ভস্ম করে।
যদি সেই দহনে মোর হিয়া জ্বলে যায়, দুখঃ নাই গো তাতে,
শুধু মিনতি অন্তকালে যেন কারো ক্ষতি না যাই করে।।
যেতে তো হবেই, জানিনা কোথায়, কোন সে অচিনপুরে?
জানিনা সেথায় কি বা আছে হায়, কোন সে আঁধার আলো!
তবে যাদের নিয়ে, যাদের হয়ে, কাটলো জীবন হেথায় -
যখন না রবো আমি, সবাই যেন থাকে গো হায় ভালো।।