বিশ্বকবি বন্দনা
                      পূরব ব্যানার্জী


বিধাতার সৃষ্টির পরিতৃপ্ত অহংকার তুমি,
দিয়ে গেছো আপনার বিপুল সৃষ্টির উপহার।
শতো বর্ষ নহে শুধু হে মহাঋষী কবিবর,
শতো আলোকবর্ষ রয়ে যাবে তব রচনার জয়জয়কার।।
বিশ্ববন্দিত তুমি, বাংলা মায়ের বুকভরা গৌরব,
ছন্দের জীবনে তুমি এক অলৌকিক প্রতিভা।
তব ঋন শোধীবে, এ সাধ্য নাই কারো ভুবনে !
নহে মাতৃভুমি শুধু,তব আশিষে উদ্ভাসিত জগৎসভা।।
কিংবদন্তীর যাদু তব কলমের প্রতিটি ছোঁয়ায় -
তোমারই পরশে ফাগুন হয়েছে প্রেমের পরশে বর্ণময়।
প্রকৃতি তোমার স্পর্ষে হয়েছে জীবন্ত, নির্জীবে দিয়েছো প্রান,
তব সুরে শ্রাবনের আমন্ত্রণে যৌবনেরে করেছে মাধুরিময়।।
তব লেখনী অমূল্য সম্পদ,শুধু কবি নও,তুমি কাব্যের প্রতিষ্ঠান,
জীর্ণ সমাজের দিশাহীন জনে তুমিই দিয়েছো সঞ্জীবনী।
নাই কোনো হেন মুহুর্ত জীবনে যেথায় যায়নি তোমার সুর,
তুমি প্রতিবাদী, দার্শনিক, দুরদর্শিতায় তব সম নাই গুনি।।
শান্তি ও মানবতার জীবন্ত প্রতিক হে সাহিত্যের ভগবান,
তুমি অবিসংবাদী নায়ক সর্বস্থান ব্যাপি, তুমি বাংলার অভিমান।
তোমার তুলনা তুমি নিজে, হে বিশ্বকবি, কবিগুরু -
করো স্বীকার মোর প্রনাম এ দিনে এই মোর সবিনয় নিবেদন।।