বেঁচে থাকা
          পূরব ব্যানার্জী


চলছে জীবন, কাটছে যে দিন-
ভিন্ন সুর আর ছন্দ সেই এক।
চাওয়াপাওয়ার ধরন আজব
পাল্টে যে যায় ফেলতে পলক।।
জীবন মরন লাগিয়ে বাজি,
আজকে যেটা বাঁচার তাগিদ -
কালকে সেটাই বদলে গিয়ে,
জীবন খাতায় হচ্ছে শহিদ।।
নিত্যনতুন ফর্মুলা সব,
নিজেই গড়ি নিজের মতন।
ছুটছি ভীষন হারিয়ে চেতন-
শেষ দরিয়ায় ছন্দপতন।।
শৈশবেতেই গতির শুরু,
বাড়ছে যে বেগ দিন-প্রতিদিন -
দর্পনে ওই চেহারা আপন,
হটাৎ দেখে লাগছে অচিন।।
শুন্য থলে বাগিয়ে যতন -
যাচ্ছে ভরা, হচ্ছে খালি !
চাওয়ার যে নাই অন্ত কোনো,
সবশেষে সেই শুন্য ঝুলি।।
আজকে আপন কালকে সে পর,
স্বার্থ নিয়েই চলছে বিচার।
নিজের মতেই দিচ্ছি বিধান -
করছি নিজেই তার প্রতিকার।।
নেই অনুতাপ আপন ত্রুটির,
আত্মরুচির চশমা চোখে -
নাট্যলীলা চলছে অবাক
বদলে যে সুর সুখে-দুঃখে।।
জীবন কালের ছোট্ট পথে,
চলছে লড়াই যুগে যুগে -
হিসাবনিকাশ ভুলেই ভরা,
ছুটছি তবু উর্দ্ধবেগে।।
যাত্রা শুরুর উৎস যেথায়,
ঘুর্নিপাকে সেথাই পতন।
বাঁচার হিসেব কষতে গিয়ে,
বোঝার আগেই যায় কেটে দিন।।