যোগ্যতার আবাহন
                  পূরব ব্যানার্জী


দাঁড়াও ক্ষনিক হে মহামানব,
আজ সাফল্য তোমার শিরোমাল্য হয়ে -
বিশ্বমাঝে তোমারে করেছে মহীয়ান।
তব উন্নত শির, নহে শুধু তোমার সম্মান,
এযে জ্ঞান ও শিক্ষার গৌরবের প্রেরণা -
ধরনীর বুকে নবজাগরণের খতিয়ান।।
যার মর্যাদায় তুমি পেয়েছো এ মহা গুরুভার,
অন্যায় ও বজ্জাতিরে করিতে নাশ -
সমাজের দলদল হতে অসহায় জনে,
বাড়ায়ে তব নির্ভীক হাত, করিতে দুর্নীতির প্রতিকার।
জাগায়ে আলো, মুছে দিতে পাপের অন্ধকার।।
আজ মোর করজোড়ে হে বীর, তব কাছে নিবেদন ,
নাহি কভু নতমস্তক করো শয়তানের কাছে,
বিমর্ষ করো না তারে, তব প্রতিভার প্রতি আস্থা নিয়ে বাঁচে যারা -
সুবিচারের তরে, করে দরবার লয়ে আশা বুকভরা।
সংকির্ন স্বার্থের বশে, প্রতিহত করো নাকো তার ভরসা'রে  ;
তুমি যে বিধাতার সার্থক সন্তান, বিস্মৃত হয়ে তাহা-
আজি করোনা সে বিশ্বাসের অপমান।।
বড় আশা, অহংকার ও প্রত্যাশা নিয়ে,
তোমারই জননি একদিন ত্যাজি সর্বসুখ -
দরাজ হৃদয়ে সঁপেছিল সর্বস্ব আপনার,
নাহি করো অমর্যাদা তার সেই করুনার।
দাসত্ব নয়, নয় কোনো অধিনতা অন্যায়ের,
স্বাধীন সিদ্ধান্ত হোক, হোক ন্যায্য সমাধান,
আপন কীর্তিরে করো মহান স্বমহিমায় -
হে ভাতৃপ্রতিম আলোকীত করো তব মহাযোগ্যতার।।