অজানা ভালোবাসা
                   পূরব ব্যানার্জী


মোর অন্তর্মনে কি জানি কেমনে
               পেয়েছো যে তুমি ঠাঁই,
নাই পরিচয়, নাই আলাপন,
    না দেখেছি চোখেতে তোমায় !
একি বন্ধন সখী, বলিবে কে মোরে?
               কারে বা শুধাই আমি ?
ওগো বন্ধু আমার, এ কোন মায়াডোরে
        বলো বেঁধেছো গো মোরে তুমি !
আমি একাকী দুপুরে প্রিয়া,
               যবে আনমনা আঁখি লয়ে -
ওই শুন্য গগনের অসিম পাড়ে,
                  যাই ভেসে বলাকা হয়ে।
তব চঞ্চল হাসি,মধুর চাহনি, কল্পনা হয়ে -
                  মোর গহন মনের কোনে,
এসে পীড়া দিয়ে যায় মোরে অজান্তে,
                ঝরে অশ্রু হয়ে শুষ্ক নয়নে ।।
জানি জানবেনা কেহ, জানবে না তুমি,
                       না জানিবে প্রভুও মোর,
তুমি গোপনে যে কত হয়েছো আপন,
         করেছো দিবানিশি মোরে কাতর।।
এতো প্রেম নয় প্রিয়, নয় এ চাহিদা,
                       এযে অশরিরী এক মোহ,
এযে বেদনা বাড়ায়, নিজেকে ভুলায়ে,
                 এযে বিরহ প্রেমের স্নেহ।।