মানবতা নয়, প্রতিবাদ চাই
                      পূরব ব্যানার্জী
তোমরা শোনাও মানবতার বুলি, উদার মনের কথা -
অট্টালিকায় বাতানুকূল ঘরে, লেখো অভাগা জনের ব্যাথা।
দেশপ্রেমী আর সমাজসেবীর তকমা সাজায়ে বুকে,
দিবসে শোনাও গন-সঙ্গীত,  রাত্রে ঘুমাও সুখে।।
দেখেছো কখনো ফৃটপাতে ওই সজাগ শিশুর চাহনি,
কচড়াদানির খাবার কুড়ায়ে, পশু সাথে টানাটানি।।
বাবুদের ছেলে খায় ফেলেঝেলে, দেখে ঝরে মৃখে লাল।
উষ্কখুষ্ক কচিমুখে চায়, যেন খায়নি যে কতকাল।।
দেখেছো কি ওই শহরের মোরে ছিন্নবস্ত্রের পাগলিকে -
রাত্রের কোনো নরকুকুরে যারে ছিঁড়ে খেয়েছে মনের সুখে।।
হতভাগী তাও হাত পেতে শুধু আহারের লাগি হায় !
ভুলেছে যাতনা, যন্ত্রণা সব, কাতর ক্ষুদার জ্বালায়।।
তোমাদের চোখে দেখোনি তোমরা, বস্তির কানাকানি -
মন্ত্রীর ছেলে নিয়ে গেছে তুলে, রাতে ডাগর কন্যাখানি।।
দিনকয় পরে, লালমাথা মোরে, দেখে সেই তরুনিরে,
নস্টামেয়ের তকমা দিয়ে, দেবে ফরমান কত জুরে।।
যে অসহায় জনের জন্য সর্বসমক্ষে করো বরাদ্দ গরিবখাতে -
আঁধারে সেটাই লুটেপুটে খেয়ে, শোনাও মানবতা তুমি প্রাতে।।
ধিক্ সভ্যতা, ধিক্ মানবতা, সাবধান যত প্রবঞ্চকের দল,
জনতার মাঝে মুখোশ খুলে আজ, রসনা ছিঁড়িয়া করিব বেহাল।।
জেগেছে ছাত্র, জেগেছে যুবক, সাবধান বজ্জাত -
ভন্ডামি যত দেবে মুছে আজ, করিবে মেকী সততার উৎখাত।।
নয় এ কবিতা, নয় কাব্যকথা, এশুধু অন্তিম সাবধানি -
হুঁশিয়ার ! আজ দিকে দিকে শুধু অগ্নিঝলক, প্রতিবাদের জয়ধ্বনি।।