অসমাপ্ত কথা
               পূরব ব্যানার্জী
চোখের ইশারায় কি যে বলে গেলে ?
আজো তো বুঝিনি আমি,
তোমারই মনের কথা,
যা তুমি না বলে গেলে চলে !
গভীর কালো চোখে,ছলছল চমকিয়ে,
কম্পিত অধরা, অভিমানী হাসি নিয়ে -
প্রভাতরবীর মতো কুমকুম কপালে -
কি তুমি এনেছিলে, ফেরায়ে নিলে...
যা ছিল, না বলে চলে গেলে।।
ধীর কদমে,কুন্তল দোলায়ে,
পশ্চাৎ পানে বারে বারে চেয়ে,
রাঙা চরনদুটি রিনিঝিনি সুর তুলে -
কি যে ইশারা তুমি করে গো গেলে,
না বলা কত কথা বলে চলে গেলে ।।
ছোট্ট এ জীবনে, জোয়ারভাটায়,
কত কথা, স্মৃতি ওগো, স্রোতে ভেসে যায়!
তবু আজো কেন মন খুঁজিয়া বেড়ায় প্রিয়ে -
কি যে কথা ছিল তব মনের অতলে !
সেকথা কেন বন্ধু মুখে নাহি বলে,
রেখে গেলে মোরে তুমি অবুঝের দলে -
যা তুমি না বলে গেলে চলে।।
আজো মোর স্বপনে, নিরালা জীবনে,
বারে বারে কেন সখি, ব্যাথা জাগে মনে -
সুধু মন ব্যাকুলিয়া শুধাই আমারে,
কি কথা ছিল লেখা তব অশ্রুজলে !
যা তুমি নিরবে মুছে, চুপিচুপি চলে গেলে -
বলিলেনা আমারে, বোকা প্রেমী বলে,
চলে গেলে রেখে মোরে একেলার দলে।
যা ছিল বলার না বলে চলে গেলে।।