সীমানা হীন ভালোবাসা
                       পূরব ব্যানার্জী
আজ আর নয় কোনো কথা,
নয় কোনো সংঘাত মনে মনে,
নয় কোনো গানের সুর,
বা কবিতার ছন্দ,
দুই চোখ ভরে, শুধু রব চেয়ে,
তব মুখ পানে -
নিরালায়, হয়ে নিশ্চুপ,
শুধু তুমি ও আমি দুই জনে।।


সময়ের কোনো হিসাব না রবে সেথা,
দখিনা বাতাস বহিবে শুধু আনমনে -
তব কেশরাশি উড়ে,
উদাসিতা লয়ে সাথে,
বাক্য বিনে শোনাবে,
তব সঞ্চিত যত প্রেমকথা।।


যে কথায় রবে না -
কোনো শব্দের যাদুকরী,
শুধু চোখের আকূত ইশারা আর গভীরতা -
না বলেই শুধু অনুভবে,
বুঝে নেবে তুমি প্রিয়ে,
নাহি রবে সেথা দাবি কোনো,
না লুকোচুরি।।


প্রভাতের রবি ক্লান্তিতে -
পড়িবে ঢলে সাঁঝের কোলে,
তুমি রবে রেখে তব শির মোর হৃদে -
মোর হৃদয়ের ভাষা নিরবে;
তুমি শুনিবে মুদি তব আঁখি,
মোর ক্লান্তিহীন কম্পিত হাত,
ভ্রমিবে একা তোমা ভালে।।


না চেয়েও হয়ত ঝরিবে,
দুনয়নে অশ্রুধারা -
বিন্দু বিন্দু রুপে সঞ্চিবে,
করি সিক্ত তব বক্ষ।
তুমি নিরবে, অনুভবে -
দেবে ঢেলে তব প্রেমাহূতি -
মোরা দুইজনে রব প্রেমসাগরে,
হয়ে দিশেহারা।।