ধর্মের নামে অধর্ম
             পূরব ব্যানার্জী
ধর্ম শেখায় মানবতার বুলি,
সততার জ্ঞান, সৃষ্টির প্রতি প্রেম  -
কে তুমি কাফের ?ধর্মের নামে ;
বদনাম করো আল্লাহ পাকের নাম।
মানুষে মানুষে বিভেদ রচিয়া,
ধর্মের পথ দূষিত করেছো,
সন্ত্রাসে দিয়ে ভর।।
বিধাতার এই পবিত্র ভুমিকে,
আদম হাওয়ার বংশকুল কে,
করেছো কদর্য, স্বার্থপর।।
রাসুলুল্লাহর নামে যে তক্‌বীরে -
ফোটে সুগন্ধি ফুল, ঝর্না বহে সুশীতল !
হাদিস, কোরান,  নবী, পীর, যারে ;
আপন পরশে করেছে পবিত্র নির্মল।।
ভন্ড ! তোমার মশালের আলো জ্বালায়ে,
নবীরে করো প্রতিক্ষনে অপমান -
বেহেস্তের কথা বলো ! দেখাও ইমান !
তুমি বেইমানের বেইমান।।
হজরত বলে সবে মিলে বাঁচো,
ঝগড়া বিচ্ছেদ আর  -
অভিমান যাও ভূলে ।
রসুল আল্লাহের এই ধরনী কে,
সাজাও হিংসা ক্লেশ আর,
অহংকার দুরে ঠেলে।।
ক্ষমতার লোভে হয়ে অহংকারি,
দৈহিক বলে, দিয়ে ধর্মের দোহায় -
তুই শেখাস আল্লাহ্‌ এর সরল বান্দা কে,
হত্যার পাঠ !  ইবাদত কবুল হবে ?
রাসুলুল্লাহ বলেছেন ইখলাস বিনে,
ক্বিয়ামতের দিন জান্নাত দূর,
দোজখে হবে না ঠাঁই।।
অনেক হয়েছে ভাতৃ হত্যা, মাতৃ হৃদয়ে শুল -
আজ এসো বাঁধি বিশ্বমানবে,
প্রেমের বন্ধনে ভাই।
স্রষ্টার এই স্বপনের ভবে ভুলে ভেদাভেদ, ক্লেশ -
জীবে প্রেম হোক সবার মন্ত্র,
এই ধরা ভরুক ভালোবাসায়।।