জাতীর জনক
                পূরব ব্যানার্জী


আজি তব শুভ জন্মদিনে, প্রনমী তোমারে
হে আর্য ঋষি !
তুমি গৌরব মোদের সংস্কৃতির,
তুমি দেবর্ষি , তুমি শান্তির অবতার।।
বিশ্ব মাঝারে তুমি কাণ্ডারি, তুমি জ্বলন্ত প্রতিবাদ
তুমি স্রষ্টা সেই ব্রহ্মাস্ত্রের !
সুদূর আফ্রিকা থেকে ফিরিঙ্গী যার ভয়ে ভীত।
বিনা অস্ত্রে তুমি করেছো আঘাত
ভেঙে চুরমার করেছো সাম্রাজ্যবাদ -
অহিংসার দিয়ে হুংকার,  করেছো স্বৈরাচারের সর্বনাশ।।
হে মহীয়ান, তুমি মহাত্মা !  
বিশ্ববন্দিত কবিগুরুর ভাষায় -
অনশনে আর সত্যাগ্রহী পথে যেভাবে তুমি
বাড়ায়েছিলে ব্রিটিশের হৃৎকম্পন !
বাংলামায়ের বীর সন্তান, নেতাজীর কণ্ঠে -
তাই তুমি জাতীর জনক।
বাজায়ে রণডংকা, ডাণ্ডি হতে সবরমতি
নিঃশব্দ লড়াইএ তুমি জাতির করেছো ত্রান।।
জীবন সুখেরে চড়াইয়ে শুলে,
পার্থিব স্বাচ্ছন্দ্য বিলাসিতা ভুলে
সঁপে ছিলে আপনারে তুমি শুনে -
পরাধীনা দেশমাতার ওই করুণ ক্রন্দন।
আজি জন্মদিনে হে মহামানব,  করি মোরা
তব চরন বন্দন।।