তোমাকে কি দেব ,
কি দেব তোমার ?
পুরানো বই, কিছু কবিতা ;
গুটিকয় ভাঙা কলম
নানা আবর্জনা সম্বল আমার ।


আমি পারবনা বলতে-
মিথ্যায় ভরা কল্পনায় মোড়া ;
বানানো সব নিজের আত্মকথা ।
হয়তো তা শুনে তোমারও
পচবে কান ,ধরবে মাথা ।


তোমাকে কি বলবো,
কি আছে বলার ?
একান্ত হৃদয়ে আমার ।
জংধরা কিছু গল্প কিছু ছবি,
হয়ত তোমারই প্রতিচ্ছবি ।


তবু কলমের -
কালো অক্ষরে লেখা ;
কিছু কবিতা রেখে যাচ্ছি ।
পারোতো একটিবার অন্তত পড়ো ।
কিছু মৃদু অনুরাগ লেখা আছে ;
যা পরিবেশের চোখে শুধু লেখা ,
মনের ক্যানভাসে আঁকা-
বেহিসাবি কিছু অনুপম অভিমান।