যে দেশে একদিন উঠেছিলো অহিংসার বাণী ;
সে দেশেই দ্যাখো, যুদ্ধবাজ করে হানাহানি ।
কিছু লোক কলুর বলদ কেউ আবার কলেরপুতুল ;
যেমন নাচায় সে, ওরা সেই মতো নাচে মসগুল ।
দিকেদিকে দাউ দাউ,জ্বলছে পুড়ছে বিষেরআগুন ;
চোরা গুপ্তা পথে, সভ্যতাকে করে যায় খুন ।
কে মিত্র কে শত্রু আলাদা করে চেনা দায় !
ধূর্ত ঠকবাজ লুটেরা, সর্বত্র ফাঁদ পাততে চায় ।
ধর্মের ভেকে নামাবলী গায়ে ভাষার দোহাই
যেন তেনো প্রকারেন একতা ভাঙা চাই ।
সংঘ বদ্ধ মানুষকে, মানুষে যারা ভয় পায় ;
মানুষকে বিচ্ছিন্ন করে, তারা রাখতে চায় ।
তারা সব মানুষকে, বানাতে চায় হাতের পুতুল ;
ওই পথে চলতে গিয়ে, মানুষ করোনাকো ভুল ।