মনপাখি তুই আকাশ ঘুরে
খু্ঁজবি কত আশা
ফিরবি বলেই কাজ হয়নি
এলোমেলো বাসা


পরমাণু আর ভাঙবে কত
অনুই শেষ ক্ষুদ্র
ঘর ছেড়ে আর থাকবি কোথা
হতাশার দরিদ্র


স্মৃতির জানালা রুদ্ধ করে
থাকিস না আর অন্ধকারে
অভিমানী সব ভুলে গিয়ে
আয় ফিরে আয় আপন ঘরে


তোকে খুঁজতে চাষ ছেড়েছি
বন্দক দিয়েছি দলিল
তুই ছাড়া এই নধর দেহ
আস্ত একটা ফসিল