দাওয়ায় বসে বিড়াল ছানা
মিউ মিউ করে ডাকে ;
জঙ্গলের পশুরাজ কভু
জানতে চায় কি তাকে  ?


জীবনানন্দের শঙ্খচিল
দেশ ছেড়েছে কবে !
আকাশ পানে চেয়ে আছি ,
ফিরে আসবে তবে ।


দক্ষিনেশ্বর কালিঘাটে
তারাপিঠে যে ফুল ,
তোমার বাড়ি আমার বাড়ি
একই গাছ একই মূল ।


দীঘা পুরী বান্দ্রা ওরলি -
যখন  যে থায় ঘুরি ;
গাঁয়ের ওই পুকুর পাড়ে
মনটা থাকে পড়ি ।


ভিক্টোরিয়ার ঘাসে বসে
দেখি যে তোমার চোখ ,
একলা আমি কদম তলায়
বুকের মাঝে সেই শোক ।


বাসক পিপুল তুলসী পাতা
বেঁটে খাও সকালে ,
ট্যাবলেটে আর কাজ করেনা
ভরা সব ভেজালে ।


রেস্টুরেন্টে কন্টিনেন্টাল
মজার সব খাবার ,
মন ভরে না পেট ভরে না
চাকচিক্য আর বাহার ।


একঘেয়ে ছক কষা জীবন
বাঁচার মানে বোঝে !
রাজার মতো বাঁচতে চায় না
শান্তির নীড় সে খোঁজে ।