ভরিয়ে দাও মনের আলোয়
         শম্পা ঘোষ


        এলো এলো নতুন বছর
     সোজা কর সব তোদের পাঁজর
        লড়তে হবে নতুন করে
       কি জানি কি আসবে পরে
       ভাব না বসে আগের কথা
      না পেলে সব পাসনা ব্যথা
        বাঁচার জন্য একটু মাটি
        লড়াই করে ভাঙ্গছে লাঠি
        সংঘর্ষ নয়,নয় গো বিবাদ
        শান্তিটাকে কর রে আবাদ
         দুঃখ কান্না আর ঝরে না
       হাসি আনন্দে মন ভরুক না
         অনাহার যাক গো ঘুচে
         গরম ভাত ফুটুক আঁচে
         ধনী দরিদ্র পাশাপাশি
         বসবে কবে কাছাকাছি
         ঐশ্বর্য নিয়ে বাড়াবাড়ি
        খাবার নিয়ে কাড়াকাড়ি
      দিনের শেষে আলোর আড়ি
        অন্ধকার তো দেবে পাড়ি
         তারপর তো সূর্য ওঠে
         ঝলমলিয়ে ভুবন মাঠে
       একই সূর্য দেয় গো আলো
       কে ঘোচাবে মনের কালো
        সূর্যটা তো সবার সমান
      কে বোঝাবে করবে প্রমাণ?


         **************
            ***********
             **********
               ********
                 ******
                    ****
                      **
                       *