খেয়াল
               শম্পা ঘোষ


                  ছন্দ যখন বন্ধ ঘরে
খুঁজছে বসে জোছনা,
             ভাবনা তখন রক্ত ঝরায়
কাটছে বসে গোটা পোনা।
                  যুক্ত স্বরে মুক্ত করে
ভাতের হাড়ির ফেন ঢালে,
            নরম গরম হাতের ছোঁয়ায়
সেদ্ধ হোলো সেই চালে।
            খিদের মোচড় হচ্ছে গোচর
থালা সাজিয়ে যেই বসা,
                হঠাৎ করে পড়লো মনে
মাংসো নেইতো কষা কষা।
                 অপূর্ণতায় ভুগছে বিষয়
বস্তুটারই কান ধরে,
                     শব্দটাকে জব্দ করে
চাইছে যাতে মন ভরে।
                 চাটনি ভাষা বড্ড খাসা
মিক্সড ফ্রুটে হাত চাটে,
               আজ দুনিয়ায় খুশি মুনিয়া
বেরিয়ে আসে তাই ঠোঁটে।
                   মুখশুদ্ধির ক্রিয়কলাপে
বিকল্পটাই জমকালো,
                  কার কাহিনী মূল্য পাবে
বলবে ওরা খুব ভালো।
                মুক্ত হৃদয় যায় বলে যায়
লেখার আবার দল আছে,
               এই না শুনে ডাকলো পাখি
সুর তুললো গাছে গাছে।
                  মননে ভাই দিচ্ছি তালিম
কন্ঠ মেলায় রোজ প্রাতে,
          আলোয় আলোয় পড়লো শোভা
সরগমটা লই সাথে।
                  জানালাটা দিই খুলে দিই
রঙিন করবো জীবনটা,
         দেখি ফুরুত করে পালিয়ে গেলো
আমার খাম খেয়ালী মনটা।


             ***********
                    ****
                       *
                 "৬-১৪-২২"